Online Application Management Concept

Published on: 2019-02-23 20:03:55 in Concept Note

১. ভূমিকা

বর্তমান সরকারের ব্যাপক ডিজিটালাইজেশনের ফলে চারিদিকে এখন প্রযুক্তির জয়জয়কার। প্রযুক্তি এখন সবার ঘর থেকে হাতের মুঠোয় এসে পৌঁছেছে। ইন্টারনেটের ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সকলেই স্মার্টফোন ব্যবহার করছে। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে। প্রযুক্তির বহুল ব্যবহারের কারণে আমরা স্বল্পতম সময়ে অনেক বেশী কাজ করার সামর্থ্য অর্জন করেছি। স্বাস্থ্য অধিদপ্তরও এর ব্যতিক্রম নয়। অনলাইন বদলী, পদায়ন, এইচআরআইএস এর মাধ্যমে স্বাস্থ্য জনবল ব্যবস্থাপনা, ই-নথির ব্যবহার, DHIS2 এর মাধ্যমে মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ, ই-জিপি ইত্যাদির নিয়মিত ব্যবহারের কারণে স্বাস্থ্য বিভাগের সাথে সংশ্লিষ্ট সকলেই প্রযুক্তির ব্যবহার সম্পর্কে অবগত আছেন। এরই ধারাবাহিকতায় এইচআরআইএস সফটওয়্যারে অনলাইন আবেদন ব্যবস্থাপনা সুবিধা সংযুক্ত করা হয়েছে। মন্ত্রণালয় থেকে মাঠ পর্যায়ের স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী এখন থেকে অনলাইনে এইচআরআইএস সফটওয়্যারে নিজের প্রোফাইল থেকেই নিজেদের যে কোন প্রয়োজনে আবেদন করতে পারবেন। আবেদনসমূহের নিষ্পত্তিও হবে অনলাইনের মাধ্যমে। আবেদন নিষ্পত্তি প্রক্রিয়ার প্রতিটি ধাপের হালনাগাদ অবস্থা আবেদনকারী নিজ নিজ প্রোফাইল থেকে জানতে পারবেন।

অনলাইন আবেদন ব্যবস্থাপনা নতুন কোন ধারণা নয়। প্রচলিত নিয়মে কর্মকর্তা ও কর্মচারীগণ যেসব আবেদন করে থাকেন (যেমনঃ ছুটির আবেদন, বদলীর আবেদন, প্রেষণের আবেদন ইত্যাদি) এই নতুন ব্যবস্থাপনাটি তারই ডিজিটালাইজেশন মাত্র। এই ব্যবস্থাপনায় একজন আবেদনকারী তার এইচআরআইএস প্রোফাইল থেকে অতি সহজে নিজেই অথবা কোন সহকর্মীর সহায়তায় আবেদন করবেন এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ তাদের স্ব স্ব এইচআরআইএস প্রোফাইল ব্যবহার করে সহজেই আবেদন নিষ্পত্তি করতে পারবেন। প্রচলিত আবেদন প্রক্রিয়ায় যে সকল ত্রুটি-বিচ্যুতি আছে সেগুলো নিরসনের লক্ষ্যেই এই নতুন উদ্যোগ। সকল পর্যায়ে অনলাইন আবেদন প্রক্রিয়ার ব্যবহার আবেদনকারীর ভোগান্তি কমাবে, খরচ বাঁচাবে, কর্মঘন্টা রক্ষা করবে, পাশাপাশি সকল পর্যায়ে সেবার মান ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে।

 

২. অনলাইন আবেদন ব্যবস্থাপনা চালুকরণের যৌক্তিকতা

২.১ প্রচলিত আবেদন নিষ্পত্তি প্রক্রিয়ার ত্রুটি সমূহঃ

 

২.২ অনলাইন আবেদন ব্যবস্থাপনার সুবিধাসমূহঃ

৩. অনলাইন আবেদন ব্যবস্থাপনা বাস্তবায়নের সম্ভাব্যতা

৪. অনলাইন আবেদনের ধাপসমূহ

১। কম্পিউটারে ইন্টারনেট ব্রাউজার (যেমনঃ গুগল ক্রোম) খুলতে হবে।

২। এড্রেস বারে hrm.dghs.gov.bd লিখে প্রবেশ করতে হবে।

আবেদনকারীর নিজের ইমেইল ও পাসওয়ার্ড ব্যবহার করে এইচআরআইএস সফটওয়্যারে প্রবেশ করতে হবে।

নতুন আবেদন করতে Create new application লিংকে ক্লিক করতে হবে।

ড্রপডাউনে প্রদত্ত তালিকা থেকে আবেদনের ধরণ নির্বাচন করতে হবে।

ড্রপডাউনের তালিকা থেকে যে কর্তৃপক্ষ বরাবর আবেদন করবেন তা নির্বাচন করতে হবে।

কোন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাইলে তা নির্বাচন করতে হবে।

আবেদনের কারণ, যৌক্তিকতা ইত্যাদি সংক্ষেপে লিখতে চাইলে তা Ground, reason or justification for need ঘরে লিখতে হবে (আবশ্যিক নয়)।

আবেদনের ধরণ অনুযায়ী আনুষঙ্গিক তথ্য নির্বাচন করতে হবে।

১০সকল তথ্য যাচাই করে Confirm and submit বাটনে ক্লিক করতে হবে।

১১আবেদনের সাথে সংশ্লিষ্ট নথি সংযুক্ত করতে চাইলে Upload and attach file বাটনে ক্লিক করে ফাইল সংযুক্ত করতে হবে (আবশ্যিক নয়)।

১২Submit application বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে।

১৩এভাবে মাত্র কয়েকটি বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করা যাবে।

১৪আবেদনের ধরণ অনুযায়ী আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন পর্যায়ে অগ্রায়ন হয়ে যাবে।

১৫আবেদনকারী তার ব্যক্তিগত এইচআরআইএস প্রোফাইল থেকে যে কোন সময় তার আবেদনের হালনাগাদ অবস্থা জানতে পারবেন।

১৬এই প্রক্রিয়ায় আবেদনের ধরণ অনুযায়ী ইউএইচএফপিও থেকে মন্ত্রণালয়ের সচিব মহোদয় পর্যন্ত যে কোন কর্মকর্তা বরাবর আবেদন করা যাবে।

১৭। আবেদনকারীর নিজের এইচআরআইএস প্রোফাইল হালনাগাদ রাখতে হবে। অন্যথায় ভুল তথ্যের কারণে আবেদন খারিজ হতে পারে।

৫. আবেদন নিষ্পন্নের ধাপসমূহ

১। অনলাইন আবেদন ব্যবস্থাপনায় আবেদনের ধরণ অনুযায়ী ইউএইচএফপিও থেকে অধিদপ্তরের মহাপরিচালক অথবা মন্ত্রণালয়ের সচিব মহোদয় পর্যন্ত যে কোন কর্মকর্তা আবেদন নিষ্পত্তিকারী হতে পারেন।

২। নিষ্পত্তিকারী কর্তৃপক্ষ মাত্র কয়েকটি ক্লিক সম্পন্ন করে আবেদন নিষ্পত্তি করতে পারবেন।

৩। আবেদনকারীর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ (যেমনঃ ইউএইচএফপিও) যদি আবেদনটি নিষ্পত্তি করার এখতিয়ার রাখেন তাহলে তিনি আবেদনটি অনুমোদন/খারিজ করতে পারবেন, অন্যথায় তিনি আবেদনটি ঊর্ধতন কর্তৃপক্ষের নিকট অগ্রায়ন করবেন।

৪। এভাবে প্রতিটি ধাপে অগ্রায়ন হয়ে আবেদনটি চূড়ান্ত অনুমোদনকারী কর্তৃপক্ষের নিকট পৌঁছাবে। চূড়ান্ত অনুমোদনকারী কর্তৃপক্ষ আবেদনটি অনুমোদন/খারিজ করবেন।

      ৫ই-মেইলের ন্যায় নিজের এইচআরআইএস প্রোফাইল প্রতিদিন কয়েকবার চেক করতে হবে।

ই-জিপি, ই-নথি, ই-মেইলের ন্যায় অনলাইন আবেদন নিষ্পত্তিকরণ চাকরীর অত্যাবশকীয় অংশ হিসেবে বিবেচিত হবে।




Find us on

© Coordination and Support Center DGHS